হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের ধাক্কা: ক্ষতিপূরণ চাইতে গিয়ে চাকায় পিষ্ট প্রতিবন্ধী সিএনজি চালক

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় এক প্রতিবন্ধী সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সুজন (৪০)। ট্রাক চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। 

ওই সিএনজি চালককে চাপা দেওয়ার পর দুই মোটরসাইকেল চালক পিছু নিয়ে ডেমরা থানা-পুলিশে খবর দেন। পরে পুলিশ ট্রাকের হেলপার মাসুদ রানাসহ (১৮) ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রাক চালক সাইফুল (৩০) পালিয়ে গেছেন। ঢাকার টঙ্গী এলাকায় সাইফুল বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে। 

নিহত সুজন নওগাঁর সদর থানার শেরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ডেমরার বামৈল এলাকায় স্ত্রী ও ২০ বছরের এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। হেলপার মো. মাসুদ রানা খাগড়াছড়ি রামগড় থানার থলিপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। 

সুরতহাল শেষে ডেমরা থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘যাত্রাবাড়ীর দিক থেকে আসা তারাবগামী ট্রাকটি সিএনজিটিকে (ঢাকা মেট্রো-থ ১৪-৪০০৫) পেছন থেকে ধাক্কা দেয়। সুজন সিএনজি থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রাকের সামনে আসেন। কারণ তাঁর ডান পা ভাঙা। সিএনজির বাম্পার ভেঙে যাওয়ায় চালক ক্ষতিপূরণ চাইতে যান। এ সময় চালক সাইফুল ট্রাক চালিয়ে যেতে শুরু করেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক সুজন।’ 

এ ঘটনায় নতুন সড়ক আইনের ১০৫ ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুব্রত। 

এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের পরিদর্শক (টিআই) জিয়া উদ্দিন খান বলেন, ‘প্রত্যক্ষদর্শী আসিয়ান বাসের চালকের সহযোগিতায় রূপগঞ্জের তারাব সুবর্ণ ভেজিটেবল অয়েল কোম্পানির ভেতর থেকে ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট