হোম > সারা দেশ > ঢাকা

অন্যের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল কিশোর

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মুগদা মান্ডা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজধানীর একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায়

 পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।

শাওনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শামীম হোসেন জানান, তারা একটি মোটরসাইকেলে করে তিনজন ঘুরতে বের হয়েছিল। মান্ডা মডেল টাউন এলাকায় গেলে রাস্তায় একটি মোটরসাইকেল ও একটি রিকশা পড়ে থাকতে দেখেন। আর পাশেই কয়েকজন আহত অবস্থায় পড়ে ছিলেন। আহতদের স্থানীয় ফেমাস হাসপাতালে নেন শামীম ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীম আরও জানান, শাওন মোটরসাইকেলের চালক ছিল। আহত অপর তিনজন রিকশার যাত্রী। তাঁরা ফেমাস হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে শাওনের বাবা মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকেন। শাওন মানিকনগর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দুই ভাইয়ের মধ্যে শাওন বড়।

নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কোনো মোটরসাইকেল নাই। অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল শাওন। পরে লোক মারফত শুনতে পারি সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে শাওনের লাশ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গ্রিন মডেল টাউন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ওই শিক্ষার্থী। পরে পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট