হোম > সারা দেশ > ঢাকা

পুলিশকে ফাঁকি দিতে দামি প্রাইভেট কারে গাঁজার ব্যবসা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দামি একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মাদক পরিবহনে এই চক্রটি দামি গাড়ি ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ। 

আজ সোমবার সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে রোববার রাতে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের জালেশ্বর এলাকার মাশরুম উন্নয়ন সেন্টারের প্রধান ফটকের সামনে থেকে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর উপজেলার মধ্য বল্লমপুর এলাকার মো. আবদুল আলীম (২৬), কুমিল্লার সদর উপজেলার ইটাল্লা এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে তপু (২৭), কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর এলাকার মো. বাদল (৩৫), কুমিল্লার সদর উপজেলার মাঝিগাছা এলাকার মো. রফিক (২৬) এবং সাভার মডেল থানাধীন শাহিবাগ এলাকার মো. আকাশ (৩০)। 

ঢাকা উত্তর ডিবির এসআই আমিনুল মৃধা বলেন, ‘মাদক পরিবহনে দামি ও নতুন গাড়ি ব্যবহার করত তাঁরা। এই গাড়ি তাদের সিন্ডিকেটের থেকে সংগ্রহ করত অথবা ভাড়া নিত। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা দামি গাড়ি ব্যবহার করত।’ 

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আসামিরা কুমিল্লা থেকে গাঁজা এনে সাভারে পাইকারি ও খুচরা বিক্রি করত। তাঁরা চিহ্নিত মাদক কারবারি। তাদের প্রাইভেট কারের ভেতর থেকে ৭টি প্যাকেটে বাঁধা অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট