হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র কিনতে ইসরায়েলকে সাড়ে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে আরও সাড়ে ৩ বিলিয়ন ডলার (৩৫০ কোটি ডলার) দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, কয়েক মাস আগেই ইসরায়েলের জন্য এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকায় এই অর্থ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। 

গত এপ্রিলে ইসরায়েলকে অস্ত্র কিনতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস করেছিল কংগ্রেস। ওই বিলে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের উল্লেখ ছিল। বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই অর্থ থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। 

তবে এখনই অস্ত্র কিনতে পারছে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রে অস্ত্রগুলো এখন তৈরি হচ্ছে। অস্ত্র তৈরি শেষ হওয়ার পর ইসরায়েল তা কিনতে পারে। 

গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেখানে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি ও তাঁর দেহরক্ষী। 

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান ও হামাসের দাবি, ইসরায়েল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই ইরান এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আলাদাভাবে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, ‘ইরানের হুমকিকে আমরা অবশ্যই গুরুত্বের সঙ্গে নিই। ইসরায়েলকে রক্ষা করতে আমাদের প্রস্তুতি রয়েছে।’ 

এরপরই ইসরায়েলকে অস্ত্র কিনতে আরও অর্থ ছাড়ের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট