হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র কিনতে ইসরায়েলকে সাড়ে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে আরও সাড়ে ৩ বিলিয়ন ডলার (৩৫০ কোটি ডলার) দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, কয়েক মাস আগেই ইসরায়েলের জন্য এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকায় এই অর্থ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। 

গত এপ্রিলে ইসরায়েলকে অস্ত্র কিনতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস করেছিল কংগ্রেস। ওই বিলে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের উল্লেখ ছিল। বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই অর্থ থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। 

তবে এখনই অস্ত্র কিনতে পারছে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রে অস্ত্রগুলো এখন তৈরি হচ্ছে। অস্ত্র তৈরি শেষ হওয়ার পর ইসরায়েল তা কিনতে পারে। 

গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেখানে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি ও তাঁর দেহরক্ষী। 

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান ও হামাসের দাবি, ইসরায়েল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই ইরান এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আলাদাভাবে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, ‘ইরানের হুমকিকে আমরা অবশ্যই গুরুত্বের সঙ্গে নিই। ইসরায়েলকে রক্ষা করতে আমাদের প্রস্তুতি রয়েছে।’ 

এরপরই ইসরায়েলকে অস্ত্র কিনতে আরও অর্থ ছাড়ের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ