হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ইটভাটা থেকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ । তেঁতুলঝোরা ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার একটি ইটভাটা থেকে গতকাল সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। তরুণের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেলোয়ার হোসেন পরিবারের সঙ্গে তেঁতুলঝোরা ইউনিয়নের ঝাউচর এলাকায় থেকে রিকশাভ্যান চলাতেন । তাঁর বাবার নাম নূর নবী। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার চরকল্লা গ্রামে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে দেলোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। স্থানীয়রা গতকাল সোমবার সন্ধ্যায় মেইটকা এলাকার এবিএম ইটভাটার উত্তর পাশের প্রাচীরের ভেতরে তাঁর লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।’

ওসি মোহাম্মদ জুয়েল মিয়া আরও বলেন, ‘দেলোয়ার হোসেনের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে হত্যার পর লাশ ইটভাটায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে