হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বোমার আঘাতে আহত যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে হাতবোমার আঘাতে আহত সৈকত সরদার (১৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি। 

নিহত সৈকত সরদার উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুলাই বেপারী কান্দি গ্রামের কাসেম সরদারের ছেলে। তিনি বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারীর সমর্থক ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য সিরাজ সরদার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে সৈকত সরদারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আছরের নামাযের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

সৈকত সরদার মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুরে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারির সমর্থকদের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাদবরের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। 

গত ২৪ এপ্রিল এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হাতবোমার আঘাতে সৈকত সরদারসহ গুরুতর আহত হন পাঁচজন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সৈকত সরদার শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে গত ২৭ মার্চ এই দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩ মার্চ তাঁর মৃত্যু হয়। তিনি জলিল মাদবরের সমর্থক ছিলেন। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিলাসপুরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে হাতবোমার আঘাতে আহত সৈকত সরদার মারা গেছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন