হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পথচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। 

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়া নুরানি মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বিকেলে ভূঁইয়াপাড়া নুরানি মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মৃতের বড় ভাই আবুল কাশেম স্বপন জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বটতলি গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বর্তমানে খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় স্ত্রী রোখসানা আক্তার ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন। ব্যাটারিচালিত রিকশা চালাতেন। 

আবুল কাশেম স্বপন আরও জানান, বিকেলে বাসা থেকে নুরানি মসজিদের পাশে চা খেতে আসার সময় পাইলিং মাথায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার