হোম > সারা দেশ > ঢাকা

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত একজন গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

নাজমুল এহসান নাঈম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম নাজমুল এহসান নাঈম (২০)। যিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর এলাকা থেকে জেলা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনের সূত্র জানায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে যে ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অংশ পোস্ট করে প্রচারণা চালানো হচ্ছে।

পোস্টে দাবি করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫–এর প্রশ্ন তাদের কাছে রয়েছে এবং অর্থের বিনিময়ে তা সরবরাহ করা হবে। প্রশ্নপত্র সংগ্রহে ইচ্ছুকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়।

প্রতারণার ফাঁদটি আরও স্পষ্ট হয়, যখন পোস্টে বলা হয়, ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া যাবে। এর মধ্যে অগ্রিম ছয় হাজার টাকা প্রদান করতে হবে এবং পরীক্ষা শেষে বাকি টাকা দিতে হবে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত চালিয়ে ডিবি টিম প্রতারকের অবস্থান নিশ্চিত করে। এরপর ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেন যে পোস্টে দেওয়া প্রশ্নপত্রের অংশটি সম্পূর্ণ ভুয়া। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই ছিল তাঁর উদ্দেশ্য।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কেউ এসব প্রতারকের ফাঁদে পা দেবেন না।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু