হোম > সারা দেশ > ঢাকা

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত একজন গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

নাজমুল এহসান নাঈম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম নাজমুল এহসান নাঈম (২০)। যিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর এলাকা থেকে জেলা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনের সূত্র জানায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে যে ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অংশ পোস্ট করে প্রচারণা চালানো হচ্ছে।

পোস্টে দাবি করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫–এর প্রশ্ন তাদের কাছে রয়েছে এবং অর্থের বিনিময়ে তা সরবরাহ করা হবে। প্রশ্নপত্র সংগ্রহে ইচ্ছুকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়।

প্রতারণার ফাঁদটি আরও স্পষ্ট হয়, যখন পোস্টে বলা হয়, ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া যাবে। এর মধ্যে অগ্রিম ছয় হাজার টাকা প্রদান করতে হবে এবং পরীক্ষা শেষে বাকি টাকা দিতে হবে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত চালিয়ে ডিবি টিম প্রতারকের অবস্থান নিশ্চিত করে। এরপর ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেন যে পোস্টে দেওয়া প্রশ্নপত্রের অংশটি সম্পূর্ণ ভুয়া। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই ছিল তাঁর উদ্দেশ্য।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কেউ এসব প্রতারকের ফাঁদে পা দেবেন না।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে