হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ে অগ্নিকাণ্ড: সন্ধ্যা ৬টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা

আজকের পত্রিকা ডেস্ক­

গত বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আজও কিছু তালিকা তৈরি করা, হয়েছে স্যাম্পল কালেকশন করা হয়েছে। কারও মনে যাতে কোনো সন্দেহ না থাকে, সে জন্য বিদেশে পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে।’ তবে বিদেশ থেকে প্রতিবেদন কত দিনের মধ্যে আসবে—সে ব্যাপারে কোনো ধারণা নেই বলে জানান স্বরাষ্ট্রসচিব।

সচিব জানান, নমুনা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল সিস্টেমের এর মাধ্যমে পাঠানো হবে এবং সেখানে অর্থনৈতিক ব্যাপার আছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের মেরামতের কাজ করতে গণপূর্ত মন্ত্রণালয় করছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ডিএসএল মূলত এমন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতিতে ডেটা ট্রান্সপোর্ট করা যায়, বিশেষ করে কেবল ইন্টারনেটের সুবিধা নেই এমন এলাকায় এই ব্যবস্থা কার্যকর।

এর আগে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে গৃহায়ণসচিব, পুলিশের আইজি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটে তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার