হোম > সারা দেশ > ঢাকা

সিনহা হত্যা : তিন আসামির জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিন আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন মাহবুবুর রহমান। শুনানির সময় আদালত জামিন নামঞ্জুর করতে চাইলে আইনজীবী আবেদনটি প্রত্যাহার করতে চান। পরে আদালত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। পুলিশ সদস্য শাহজাহান আলী, রাজীব হোসেন ও আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের শাপলা তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের আদেশ দেন কক্সবাজারের আদালত। এরপর গত বছরের ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তাঁরা কারাগারে আছেন। এরই মধ্যে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগও গঠন করা হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান