হোম > সারা দেশ > ঢাকা

সিনহা হত্যা : তিন আসামির জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিন আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন মাহবুবুর রহমান। শুনানির সময় আদালত জামিন নামঞ্জুর করতে চাইলে আইনজীবী আবেদনটি প্রত্যাহার করতে চান। পরে আদালত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। পুলিশ সদস্য শাহজাহান আলী, রাজীব হোসেন ও আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের শাপলা তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের আদেশ দেন কক্সবাজারের আদালত। এরপর গত বছরের ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তাঁরা কারাগারে আছেন। এরই মধ্যে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগও গঠন করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু