হোম > সারা দেশ > ঢাকা

টিকা আনতে কমপক্ষে ১৪ দিন লাগবে

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা: আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে কোন ভ্যাকসিন আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। টিকার জন্য রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার চীনের স্টোরেজ ফ্যাসিলিটি গঠন নিয়ে ভার্চ্যুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের আয়োজনের উদ্যোগটির বৈঠকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর ও পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, বাংলাদেশ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সবার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। দুই সপ্তাহের আগে কিছু পাওয়া যাবে না। চীন, রাশিয়া বা যুক্তরাষ্ট্র সব জায়গায় একই অবস্থা। এখানে কিছু কাগজপত্র ঠিক করতে হবে এবং জাহাজীকরণের ফলে দুই সপ্তাহের আগে কিছু হবে না। এটা রিজনেবল টাইম।’

রাশিয়া ও চীন থেকে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে সচিব বলেন, ‘সব কিছু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় করবে। আমরা যোগাযোগ করে দিয়েছি এবং এখন টিকা কবে আসবে, কীভাবে আসবে, দাম কত হবে সব কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে।’

যুক্তরাষ্ট্র থেকেও ভ্যাকসিন আনার বিষয়ে সরকার চেষ্টা করছে বলে জানান মাসুদ বিন মোমেন। সচিব বলেন, প্রধানমন্ত্রী যে কোনও দেশ থেকে টিকা আমদানির অনুমোদন দিয়ে রেখেছেন। আমরা যেখান থেকে পাই সেখান থেকেই আনবো।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট