হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের চাকা বিস্ফোরণ, টায়ার ছুটে মাথায় লেগে নিহত পোশাকশ্রমিক

সাভার (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

অসুস্থ ভাতিজির জন্য ওষুধ কিনতে গিয়ে প্রাণ হারালেন রিতা জোয়ার্দার (৩৭) নামে এক পোশাকশ্রমিক। আশুলিয়ায় সড়কে চলন্ত সিমেন্টবাহী ট্রাকের টায়ার বিস্ফোরণে ছুটে আসা অংশ তাঁর মাথায় আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের হাকিম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতা কুষ্টিয়া জেলার খোকসা থানার লিটন জোয়ার্দারের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার হাকিম মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

রিতার স্বজনদের বরাতে জানা গেছে, অসুস্থ ভাতিজির জন্য ওষুধ কিনতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফার্মেসিতে গিয়েছিলেন তিনি। ওই সময় পাশ দিয়ে একটি সিমেন্টবাহী ট্রাক যাওয়ার সময় চাকার টায়ার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ছুটে আসা টায়ারের অংশ রিতার মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি ‘ক্রাউন সিমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ পরে সেটি ছেড়ে দেয়।

আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন