হোম > সারা দেশ > ঢাকা

৬ মামলায় মির্জা আব্বাসের জামিন, তিন মামলায় নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন ৬ মামলায় পৃথক পৃথক আদেশে জামিন দেন।

একই সঙ্গে পৃথক আরও তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। 

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করায় মির্জা আব্বাস মুক্তি পাচ্ছেন না।

আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৪ মামলা ও রমনা থানার দুই মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে পল্টন থানার দুই মামলায় ও রমনা থানার এক মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে।

গত রোববার ৯ মামলায় জামিন আবেদন করার পর আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার আদালত তাঁকে ৯ মামলায় গ্রেপ্তার দেখান। 

মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোতে তাঁর জামিনের আবেদন শুনানি করা এত দিন সম্ভব হয়নি। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় এসব মামলা হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ