হোম > সারা দেশ > টাঙ্গাইল

চার মাস বেতন পান না, ঈদ আনন্দ নেই সখীপুরের এসএসকে কর্মীদের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মীরা ঈদের আগে বেতন পাচ্ছেন না। ওই প্রকল্পের ১২ জন কর্মচারীকে বেতন ভাতা ছাড়াই এবারের ঈদ পালন করতে হবে। এ নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

প্রকল্পের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) প্রকল্পের আওতায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন নিরাপত্তাকর্মী ও ছয়জন সুরক্ষা কর্মী গত জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছেন। ১৬ হাজার ১৩০ টাকা মাসিক বেতনে চার মাস ধরে কোনো বেতনই পাননি তাঁরা। প্রকল্পের অধীনে চাকরি করায় এ বিষয়ে তাঁরা প্রতিবাদও করতে পারেন না। 

এসএসকে প্রকল্পের একাধিক নিরাপত্তাকর্মী বলেন, ‘কী কারণে বেতন পেলাম না তা জানি না। আশায় ছিলাম ঈদের আগে বেতন পাব, বউ পোলাপান নিয়ে আনন্দে ঈদ করব, কিন্তু তা আর হলো না।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, ‘এ নিয়ে ওঁদের সঙ্গে কথা হয়েছে। এই প্রকল্পের ঠিকাদার অসুস্থ হওয়ার কারণে তাঁদের বিল করতে পারে নাই। তবে ঈদের কয়েক দিন পরেই তাঁরা বেতন পেয়ে যাবেন।’ 

ঠিকাদার আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী আশরাফের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি অসুস্থ হয়ে ২০ দিন ভারতে ছিলাম। এ করণে ওদের বেতন ভাতা তৈরি করে জমা দিতে পারি নাই। ঈদের পর বেতন হয়ে যাবে ইনশাআল্লাহ।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন