হোম > সারা দেশ > টাঙ্গাইল

চার মাস বেতন পান না, ঈদ আনন্দ নেই সখীপুরের এসএসকে কর্মীদের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মীরা ঈদের আগে বেতন পাচ্ছেন না। ওই প্রকল্পের ১২ জন কর্মচারীকে বেতন ভাতা ছাড়াই এবারের ঈদ পালন করতে হবে। এ নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

প্রকল্পের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) প্রকল্পের আওতায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন নিরাপত্তাকর্মী ও ছয়জন সুরক্ষা কর্মী গত জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছেন। ১৬ হাজার ১৩০ টাকা মাসিক বেতনে চার মাস ধরে কোনো বেতনই পাননি তাঁরা। প্রকল্পের অধীনে চাকরি করায় এ বিষয়ে তাঁরা প্রতিবাদও করতে পারেন না। 

এসএসকে প্রকল্পের একাধিক নিরাপত্তাকর্মী বলেন, ‘কী কারণে বেতন পেলাম না তা জানি না। আশায় ছিলাম ঈদের আগে বেতন পাব, বউ পোলাপান নিয়ে আনন্দে ঈদ করব, কিন্তু তা আর হলো না।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, ‘এ নিয়ে ওঁদের সঙ্গে কথা হয়েছে। এই প্রকল্পের ঠিকাদার অসুস্থ হওয়ার কারণে তাঁদের বিল করতে পারে নাই। তবে ঈদের কয়েক দিন পরেই তাঁরা বেতন পেয়ে যাবেন।’ 

ঠিকাদার আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী আশরাফের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি অসুস্থ হয়ে ২০ দিন ভারতে ছিলাম। এ করণে ওদের বেতন ভাতা তৈরি করে জমা দিতে পারি নাই। ঈদের পর বেতন হয়ে যাবে ইনশাআল্লাহ।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার