হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

নরসিংদী প্রতিনিধি

ফাইল ছবি

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তিনি বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তাঁর চারটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির ছেলে ওমর ইয়াসিন জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে লাশ তাঁদের কাছে হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু