হোম > সারা দেশ > ঢাকা

বাল্কহেডের ধাক্কায় নয়, তলা দিয়ে পানি উঠে ফেরিডুবি: প্রত্যক্ষদর্শী যাত্রী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বাল্কহেডের ধাক্কায় নয়, তলা দিয়ে পানি উঠে ফেরিডুবির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন। তাঁদের দাবি, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার তলা দিয়ে ভোর ৪টা থেকে পানি ওঠা শুরু হয়।

ফেরিতে থাকা ট্রাকমালিক কুষ্টিয়ার বাসিন্দা নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেরিটিতে কোনো বাল্কহেড ধাক্কা দেয়নি। নিচ দিয়ে পানি উঠে এটি ডুবে গেছে। বড় ট্রাকে মালামাল নিয়ে তাঁরা চাঁদপুর যাচ্ছিলেন। রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে ছিল।’

আরেক প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, ‘ফেরিওয়ালাদের গাফিলতিতে ডুবছে। তারা ঘাট কর্তৃপক্ষকে কিছু জানায়নি। ঘাটের ২০০ মিটারের কাছে থেকেও ফেরিটি ডুবে গেছে। নিচ দিয়ে পানি উঠেছে। তারা এখন বলছে, বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে।’

এদিকে ফেরির যন্ত্রযানচালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ জানিয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে। এতটুকুই আমার তথ্য। তবে নিচ দিয়ে পানি উঠে ফেরি ডুবেছে বলে প্রত্যক্ষদর্শীর দাবি খতিয়ে দেখা হবে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত