বাল্কহেডের ধাক্কায় নয়, তলা দিয়ে পানি উঠে ফেরিডুবির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন। তাঁদের দাবি, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার তলা দিয়ে ভোর ৪টা থেকে পানি ওঠা শুরু হয়।
ফেরিতে থাকা ট্রাকমালিক কুষ্টিয়ার বাসিন্দা নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেরিটিতে কোনো বাল্কহেড ধাক্কা দেয়নি। নিচ দিয়ে পানি উঠে এটি ডুবে গেছে। বড় ট্রাকে মালামাল নিয়ে তাঁরা চাঁদপুর যাচ্ছিলেন। রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে ছিল।’
আরেক প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, ‘ফেরিওয়ালাদের গাফিলতিতে ডুবছে। তারা ঘাট কর্তৃপক্ষকে কিছু জানায়নি। ঘাটের ২০০ মিটারের কাছে থেকেও ফেরিটি ডুবে গেছে। নিচ দিয়ে পানি উঠেছে। তারা এখন বলছে, বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে।’