হোম > সারা দেশ > ঢাকা

‘সংবিধানে সরকারপ্রধানের অবাধ ক্ষমতা গণতন্ত্রের পথে বড় বাধা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবিধানে সরকারপ্রধানকে যে অবাধ নির্বাহী ক্ষমতা দেওয়া আছে, তা গণতন্ত্রের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী লীগ ও বিএনপির বাইরে গণমানুষের মুক্তির লক্ষ্যে ‘দেশপ্রেমিক মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দিলারা চৌধুরী বলেন, সংসদের সদস্যরা নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, এটা গণতন্ত্রের পথে আরও বড় বাধা। এ ছাড়া সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধান চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

আলোচনা সভায় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে দরকার নতুন রাজনৈতিক দল, নতুন নেতৃত্ব। পাশাপাশি দল পরিবর্তন হলেই শিক্ষাব্যবস্থার পরিবর্তন করা হয় বলে জানান তিনি। ফজলুল হক আরও বলেন, বিচার বিভাগের

স্বাধীনতা নেই। রাজনৈতিক মামলায় প্রধানমন্ত্রী ও সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে সবাইকে ভাবতে হবে।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন দেশপ্রেমিক মঞ্চের প্রধান সমন্বয়ক শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা সিন্ডিকেটমুক্ত, দুর্নীতিমুক্ত রাজনীতি ও অর্থনীতি গড়ে তোলার দাবি জানান। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন