হোম > সারা দেশ > ঢাকা

‘সংবিধানে সরকারপ্রধানের অবাধ ক্ষমতা গণতন্ত্রের পথে বড় বাধা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবিধানে সরকারপ্রধানকে যে অবাধ নির্বাহী ক্ষমতা দেওয়া আছে, তা গণতন্ত্রের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী লীগ ও বিএনপির বাইরে গণমানুষের মুক্তির লক্ষ্যে ‘দেশপ্রেমিক মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দিলারা চৌধুরী বলেন, সংসদের সদস্যরা নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, এটা গণতন্ত্রের পথে আরও বড় বাধা। এ ছাড়া সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধান চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

আলোচনা সভায় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে দরকার নতুন রাজনৈতিক দল, নতুন নেতৃত্ব। পাশাপাশি দল পরিবর্তন হলেই শিক্ষাব্যবস্থার পরিবর্তন করা হয় বলে জানান তিনি। ফজলুল হক আরও বলেন, বিচার বিভাগের

স্বাধীনতা নেই। রাজনৈতিক মামলায় প্রধানমন্ত্রী ও সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে সবাইকে ভাবতে হবে।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন দেশপ্রেমিক মঞ্চের প্রধান সমন্বয়ক শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা সিন্ডিকেটমুক্ত, দুর্নীতিমুক্ত রাজনীতি ও অর্থনীতি গড়ে তোলার দাবি জানান। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’