হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ইউপি সদস্যপ্রার্থীকে পিটিয়ে জখম

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে বাদল ফকির (৪৯) নামে এক ইউপি সদস্যপ্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার মধ্যরাতে ঘরে ঢুকে তাঁকে পিটিয়ে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বাদল ফকিরের মা। 

আহত বাদল ফকির দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আসন্ন ইউপি নির্বাচনে তিনি মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী। 

আহত বাদল ফকিরের পরিবার জানায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে বাদল ফকির ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে বাদলের ঘরের জানালা ও দরজা ভেঙে ছয়জন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা বাদলের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১ লাখ ৭২ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাদল ফকিরকে পিটিয়ে আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বাদল ফকিরের মা মোসাম্মৎ নুরজাহান বেগম বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু