হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ইউপি সদস্যপ্রার্থীকে পিটিয়ে জখম

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে বাদল ফকির (৪৯) নামে এক ইউপি সদস্যপ্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার মধ্যরাতে ঘরে ঢুকে তাঁকে পিটিয়ে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বাদল ফকিরের মা। 

আহত বাদল ফকির দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আসন্ন ইউপি নির্বাচনে তিনি মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী। 

আহত বাদল ফকিরের পরিবার জানায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে বাদল ফকির ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে বাদলের ঘরের জানালা ও দরজা ভেঙে ছয়জন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা বাদলের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১ লাখ ৭২ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাদল ফকিরকে পিটিয়ে আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বাদল ফকিরের মা মোসাম্মৎ নুরজাহান বেগম বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন