হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের ওপর বোমা হামলায় জড়িত জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় জড়িত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম নূর আলম ওরফে মোয়াজ (২৯)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস এলাকার আব্দুল আজিজের ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুরে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ বছর ধরে পলাতক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার মোয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসুম চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালানোর সময় তাঁর সঙ্গী শামীম হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত শামীমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের সঙ্গে এ ঘটনায় নূর আলম ওরফে মোয়াজ পুলিশের ওপর বোমা হামলায় জড়িত।

ঘটনার পর থেকে মোয়াজ গ্রেপ্তার এড়াতে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি গত ১২ বছর ধরে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে গার্মেন্টস কর্মীসহ ভিন্ন ভিন্ন পেশায় আত্মগোপনে ছিল। দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকলেও এটিইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এটিইউর মিডিয়া কর্মকর্তা। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট