হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের ওপর বোমা হামলায় জড়িত জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় জড়িত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম নূর আলম ওরফে মোয়াজ (২৯)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস এলাকার আব্দুল আজিজের ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুরে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ বছর ধরে পলাতক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার মোয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসুম চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালানোর সময় তাঁর সঙ্গী শামীম হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত শামীমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের সঙ্গে এ ঘটনায় নূর আলম ওরফে মোয়াজ পুলিশের ওপর বোমা হামলায় জড়িত।

ঘটনার পর থেকে মোয়াজ গ্রেপ্তার এড়াতে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি গত ১২ বছর ধরে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে গার্মেন্টস কর্মীসহ ভিন্ন ভিন্ন পেশায় আত্মগোপনে ছিল। দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকলেও এটিইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এটিইউর মিডিয়া কর্মকর্তা। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব