হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বাড্ডার ১০০ ফুট এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। আহতরা হলেন শাকিল (৩২) ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)। আহতদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন। 

দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’ 

জুয়েল পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে আলাউদ্দিন ফকিরের ছেলে। শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তাঁরা যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন। 

শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার বলেন, তাঁরা দুজন শ্রমিক। বাড্ডার ১০০ ফুট এলাকায় উত্তর সিটি করপোরেশনের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিলেন তাঁরা। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোঁতার সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড্ডার ১০০ ফুট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় পাঁচ ব্যক্তি বিদ্যুতায়িত হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন