হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পূর্ব শত্রুতার জেরে ৬০০ মুরগির বাচ্চা পিষে মারার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একটি পোলট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চাকে পিষে মারার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম। আজ রোববার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও বাদীর সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদী গ্রামের সৌদিপ্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম ১৭ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান ও একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্ত্যক্ত করছিল এবং নানান অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিল। এমনকি কুপ্রস্তাবও দিয়েছিল। শাহনাজ বেগম ইভটিজিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বখাটে সাজ্জাদ হোসেন ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় বখাটে সাজ্জাদ হোসেন আরও ৮-১০ জন নিয়ে শাহনাজের বাড়িতে প্রবেশ করে পোলট্রি ফার্মে হামলা চালায়। তারা পোলট্রি ফার্মে থাকা ৬০০ মুরগির বাচ্চা পায়ে পিষ্ট করে এবং লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। 

এলাকাবাসী জানান, মানুষের সঙ্গে শত্রুতা করে ফার্মের মুরগির বাচ্চা মেরে ফেলাটা দুঃখজনক। বখাটে সাজ্জাদ লাখ টাকার ক্ষতি করেছে। 

অভিযোগকারী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলি এবং বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারি করি। বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে নানা কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলে।’ 

এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগির ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২