হোম > সারা দেশ > ফরিদপুর

যানজটে হর্ন বাজানোর জেরে ডিবি পুলিশকে মারধর, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের যানজটে বারবার হর্ন বাজানোকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বোয়ালমারী পৌরসভার নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে এ ঘটনা ঘটে। 

এর আগে সরকারি কাজে বাধা ও ডিবি পুলিশ সদস্যের ওপর হামলা করে আহত করার ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. হান্নান বাদী হয়ে থানায় মামলা করেন। রাতেই অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে বোয়ালমারী থেকে ফরিদপুরে নিয়ে আসা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল (৩২) এবং সহসভাপতি মো. আরিফুল ইসলাম রনি (২৮)। দুজনই উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা। 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা, মারপিট ও আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং আজ আদালতে পাঠানো হয়েছে।’ 

জানা যায়, সপ্তাহের প্রতি রোববারে বোয়ালমারীতে হাট বসে। ভাঙাচোরা রাস্তা ও হাটের কারণে নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে প্রচুর যানজটের সৃষ্টি হয়। ওই যানজটের মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি গাড়ি আটকা পড়ে। গাড়িতে থাকা ব্যক্তিদের গায়ে ইউনিফর্ম ছিল না। ওই গাড়ির ঠিক পেছনে ছাত্রলীগের দুই নেতা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। 

যানজটের কারণে ডিবির গাড়ি সামনের দিকে এগোতে পারছিল না। কিন্তু পেছন থেকে ছাত্রলীগ নেতাদের মোটরসাইকেল থেকে বারবার হর্ন বাজানো হচ্ছিল। এ অবস্থায় ডিবির গাড়ি থেকে এক কনস্টেবল নেমে মোটরসাইকেল আরোহীদের বলেন, ‘দেখছেন, যানজটের কারণে গাড়ি সামনে এগোতে পারছে না, আপনারা বারবার হর্ন দিচ্ছেন কেন?’ 

এ সময় ছাত্রলীগ নেতারা ডিবির কনস্টেবলকে উদ্দেশ করে আজেবাজে মন্তব্য করেন, একপর্যায়ে তাঁর ওপর হামলা করেন। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জেলার সভাপতি আসছিলেন। ডিবির গাড়ি ও যানজটের কারণে দুই পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সভাপতি ছাত্রলীগের যোগ্য অভিভাবক। আমরা প্রশাসনকে সহযোগিতা করি। ভুল বোঝাবুঝির এ ঘটনায় মামলা হলে ছাত্রসমাজের কাছে ভুল তথ্য যাবে।’ 

জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘খবর পেয়ে আমি রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করছি, দ্রুত বিষয়টি মিটে যাবে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ