হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন একাধিক মামলার আসামি বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাস্তা ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ও তাঁদের সহযোগী হানিফ। 

পুলিশ জানায়, রাতের আঁধারে এলাকাবাসীর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা—জরুরি সেবা ৯৯৯ নম্বরে এমন কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের দুজন উপপরিদর্শক কনস্টেবলসহ রাজাবাড়ী ভাওয়ারভিটি এলাকায় গিয়ে ঘটনাস্থলে মাটি কাটায় বাধা দেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জয়নাল নুরুসহ তাঁর কয়েকজন সহযোগী পুলিশের ওপর চড়াও হন। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হন।

পরে ওয়ারলেস মারফত ঘটনা থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জয়নাল, নূরু ও হানিফকে থানায় নিয়ে আসে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস