হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন একাধিক মামলার আসামি বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাস্তা ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ও তাঁদের সহযোগী হানিফ। 

পুলিশ জানায়, রাতের আঁধারে এলাকাবাসীর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা—জরুরি সেবা ৯৯৯ নম্বরে এমন কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের দুজন উপপরিদর্শক কনস্টেবলসহ রাজাবাড়ী ভাওয়ারভিটি এলাকায় গিয়ে ঘটনাস্থলে মাটি কাটায় বাধা দেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জয়নাল নুরুসহ তাঁর কয়েকজন সহযোগী পুলিশের ওপর চড়াও হন। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হন।

পরে ওয়ারলেস মারফত ঘটনা থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জয়নাল, নূরু ও হানিফকে থানায় নিয়ে আসে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩