রাজধানীতে ভাঙারির দোকান থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আহত যুবকের মৃত্যুর ঘটনায় পলাতক ভাঙারির দোকানমালিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদাবর থানা-পুলিশ তাঁকে আটক করে। কালু রাজধানীর আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্পে বেড়িবাঁধসংলগ্ন একটি ভাঙারির দোকানের মালিক।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ দুপুরে কালুকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে ভাঙারির দোকান থেকে গ্যাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই দোকানের মালিক কালুকে আমরা আটক করেছি। মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
এ ঘটনায় গ্যাসের বিষক্রিয়ায় আরও ১৪ জন অসুস্থ হন। তাঁদের রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ বিষয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। পাঁচজন এখনো চিকিৎসা নিচ্ছেন। আমরা ধারণা করছি, কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।’