হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে সিটি গ্রুপের কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের একটি রাইস মিলে আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। আজ শনিবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বেলায়েত হোসেন (৬৫), একই এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. সিরাজ (৫০), মৃত সূর্যত আলীর ছেলে হযরত আলী (৪০)। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকেরা জানান, দুপুর দুইটার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে শ্রমিকদের দগ্ধ অবস্থায় দেখা যায়। তাঁদের উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতাল ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেলায়েত হোসেন ও মো. সিরাজের অবস্থা আশঙ্কাজনক বলে ইউএস বাংলা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। 

এই ঘটনায় কাঞ্চন ও ডেমরা স্টেশনের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার শ্রমিকেরা প্রথমে বয়লার বিস্ফোরণের সন্দেহ করেন। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের বয়লারটি অক্ষত রয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, রাইস মিলের ভেতরে একটি তুষের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। গোডাউনের পাশেই একটি ব্রয়লার ছিল তবে ব্রয়লারটি অক্ষত। বিকট শব্দের কথা তিনি নিজেও শুনেছেন তবে প্রাথমিকভাবে সেটার কারণ জানা যায়নি।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন