হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ইমন হাওলাদার (২০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে মুন্সিহাটি কসাই গলির রুমানের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টায় মৃত ঘোষণা করেন। 

মৃত ইমনের মামা জাহাঙ্গীর আলম জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলায়। ইমনের বাবার নাম বজলুর রহমান হাওলাদার। বর্তমানে কামরাঙ্গীরচর হাসাননগর আবু সাইদের ভিটা এলাকায় থাকতেন ইমন। স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন ইমন। আজ সকালে কসাই গলিতে একটি ৪ তলা ভবনে কাজ করছিলেন। নাশতা করে ইমন একাই হেঁটে ৪ তলার ছাদে ওঠেন। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। তাঁকে নিচে পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

জাহাঙ্গীর আলম আরও জানান, তাঁদের ধারণা, সকালে বৃষ্টির কারণে ছাদ ভেজা ছিল। এ কারণে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান ইমন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন