হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ইমন হাওলাদার (২০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে মুন্সিহাটি কসাই গলির রুমানের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টায় মৃত ঘোষণা করেন। 

মৃত ইমনের মামা জাহাঙ্গীর আলম জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলায়। ইমনের বাবার নাম বজলুর রহমান হাওলাদার। বর্তমানে কামরাঙ্গীরচর হাসাননগর আবু সাইদের ভিটা এলাকায় থাকতেন ইমন। স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন ইমন। আজ সকালে কসাই গলিতে একটি ৪ তলা ভবনে কাজ করছিলেন। নাশতা করে ইমন একাই হেঁটে ৪ তলার ছাদে ওঠেন। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। তাঁকে নিচে পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

জাহাঙ্গীর আলম আরও জানান, তাঁদের ধারণা, সকালে বৃষ্টির কারণে ছাদ ভেজা ছিল। এ কারণে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান ইমন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু