ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানায় বিদ্যুতায়িত হয়ে মো. শামীম হোসেন (৩২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের জয়পুরা এলাকার মমো ফ্যাশন লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শামীম হোসেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার রোয়াপাড়া এলাকার আলম আকন্দের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া থেকে নির্মাণশ্রমিকের সহকারী হিসেবে কাজ করতেন।
নিহতের নানা আব্দুল কুদ্দুস বলেন, জয়পুরা এলাকার মমো ফ্যাশন কারখানার ভবনের বর্ধিতকরণ কাজ চলছে। সেখানে আমার নাতি পাঁচতলা কারখানার ছাদে কাজ করছিল। এ সময় ভায়োবিটার মেশিনের তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। কারখানা কর্তৃপক্ষের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মমো ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।