হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকদের অর্ডার করিনি, অনুরোধ করেছি: অতিরিক্ত আইজিপি মনিরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমকে সতর্ক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি নিয়ে অবশেষে মুখ খুললেন সংগঠনটির সভাপতি ও পুলিশের বিশেষ শাখার (এসবি)  প্রধান, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। আক্রমণাত্মক বিবৃতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের কোনো অর্ডার করিনি, অনুরোধ করেছি। অনুরোধ রাখা-না রাখা আপনাদের বিষয়।’

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি।

সাংবাদিকের প্রশ্ন ছিল—সম্প্রতি গণমাধ্যম কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে কাজ করেছে। পুলিশ বাহিনী সব সময় বলে, ব্যক্তির দায় বাহিনী নেবে না—এমন অবস্থানের মধ্যেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রতিবাদ পাঠাল এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

এর জবাবে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় বলে আসি যে ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর না। কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে। যেমন—আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল, তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি। সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিবাদলিপিতে আমরা কোনো নির্দেশনা দেইনি। আপনাদের কোনো অর্ডার করিনি। শুধু পুলিশ নয়, যেকোনো নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে। অনুরোধ রাখা-না রাখা আপনাদের বিষয়। শুধুমাত্র অনুরোধ করেছি।’

আরও পড়ুন–

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ