হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে মোবাইল চুরি করে ধরা পড়ল ভুয়া ভর্তি-ইচ্ছুক

জাবি প্রতিনিধি

মধ্যরাতে মোবাইল চুরি করে ছাত্রদের কাছে ধরা পড়েছে ভুয়া ভর্তি-ইচ্ছুক। গতকাল বুধবার রাত ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন আবাসিক হলে এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকলে হল প্রশাসন আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (২৩)। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। 

শিক্ষার্থীরা জানান, ভর্তি পরীক্ষা দিতে আসা আরিফ হোসেন হলের এক আবাসিক ছাত্রের কক্ষে ওঠেন। রাতে তিনি সেই কক্ষে না ঘুমিয়ে হলের কমনরুমে অন্যান্য ভর্তি-ইচ্ছুকদের সঙ্গে ঘুমান। সেখানে তিনি রাত ৩টা পর্যন্ত অবস্থান করে চারটি মোবাইল ফোন নিয়ে বেরিয়ে পড়েন। তবে তার রুম ত্যাগ করার বিষয়টি সন্দেহজনক মনে হলে এক ভর্তি-ইচ্ছুক অন্যদের ঘুম থেকে ডেকে মোবাইল ফোন, মানিব্যাগ ঠিকঠাক আছে কি না, তা জানতে চান। এ সময় চারজনের মোবাইল ফোন চুরির বিষয়টি স্পষ্ট হয়। রাতেই এ ঘটনা জানাজানি হলে দ্রুতই হলের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে হল মনিটরিং সেলের অভিযান ও সিসিটিভি ফুটেজ দেখে আরিফকে আটক করা হয়। 

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন, ‘ঘটনার খবর জানতে পেরে হল ছাত্রলীগের কর্মীরা দ্রুত হলের মূল ফটক আটকে দেন। খোঁজ-খবর নিয়ে চোরকে আটকের পর মোবাইল ফোনগুলো মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন