হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে মোবাইল চুরি করে ধরা পড়ল ভুয়া ভর্তি-ইচ্ছুক

জাবি প্রতিনিধি

মধ্যরাতে মোবাইল চুরি করে ছাত্রদের কাছে ধরা পড়েছে ভুয়া ভর্তি-ইচ্ছুক। গতকাল বুধবার রাত ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন আবাসিক হলে এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকলে হল প্রশাসন আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (২৩)। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। 

শিক্ষার্থীরা জানান, ভর্তি পরীক্ষা দিতে আসা আরিফ হোসেন হলের এক আবাসিক ছাত্রের কক্ষে ওঠেন। রাতে তিনি সেই কক্ষে না ঘুমিয়ে হলের কমনরুমে অন্যান্য ভর্তি-ইচ্ছুকদের সঙ্গে ঘুমান। সেখানে তিনি রাত ৩টা পর্যন্ত অবস্থান করে চারটি মোবাইল ফোন নিয়ে বেরিয়ে পড়েন। তবে তার রুম ত্যাগ করার বিষয়টি সন্দেহজনক মনে হলে এক ভর্তি-ইচ্ছুক অন্যদের ঘুম থেকে ডেকে মোবাইল ফোন, মানিব্যাগ ঠিকঠাক আছে কি না, তা জানতে চান। এ সময় চারজনের মোবাইল ফোন চুরির বিষয়টি স্পষ্ট হয়। রাতেই এ ঘটনা জানাজানি হলে দ্রুতই হলের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে হল মনিটরিং সেলের অভিযান ও সিসিটিভি ফুটেজ দেখে আরিফকে আটক করা হয়। 

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন, ‘ঘটনার খবর জানতে পেরে হল ছাত্রলীগের কর্মীরা দ্রুত হলের মূল ফটক আটকে দেন। খোঁজ-খবর নিয়ে চোরকে আটকের পর মোবাইল ফোনগুলো মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু