হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে অপহৃত গার্মেন্টস কর্মকর্তা উদ্ধার, গ্রেপ্তার ৩ 

গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টসে কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন। 

পুলিশ সূত্রে জানা যায়,  গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম (২৮) ও রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজিব মিয়া (২৩)।

মামলার বাদী অপহৃত গার্মেন্টস কর্মকর্তার ফুপাতো ভাই মো. রুহুল আমিন বলেন, ‘অপহরণকারীরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা থেকে জালাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা স্থানে তাকে রেখে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।’

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে অপহরণকারীরা গার্মেন্টস কর্মকর্তা জালাল উদ্দিনকে অপহরণ করে তাঁর স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট