হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে অপহৃত গার্মেন্টস কর্মকর্তা উদ্ধার, গ্রেপ্তার ৩ 

গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টসে কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন। 

পুলিশ সূত্রে জানা যায়,  গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম (২৮) ও রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজিব মিয়া (২৩)।

মামলার বাদী অপহৃত গার্মেন্টস কর্মকর্তার ফুপাতো ভাই মো. রুহুল আমিন বলেন, ‘অপহরণকারীরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা থেকে জালাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা স্থানে তাকে রেখে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।’

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে অপহরণকারীরা গার্মেন্টস কর্মকর্তা জালাল উদ্দিনকে অপহরণ করে তাঁর স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল