হোম > সারা দেশ > ঢাকা

জিগাতলায় বাসে আগুন, কলাবাগানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর জিগাতলার বিজিবি সদর দপ্তরের মূল ফটকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুনের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রায় একই সময়ে কলাবাগান রাসেল স্কয়ার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার। তিনি বলেন, ‘জিগাতলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে কলাবাগানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে৷ ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।’

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বুধবার রাত ৯ টা ২২ মিনিটে জিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা আছে। আগুন নেভাতে মোহাম্মদপুর  ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।

বাসে আগুন দেওয়ার ঘটনায় ধানমন্ডি মডেল থানা-পুলিশ একজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন