হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিদেশ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।

উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার থেকে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে তাদের আটক করে ভুক্তভোগীরা। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ ও লাকী আক্তার এবং তাদের অফিসের কর্মচারী নাছির সিকদার। এদের মধ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট গ্রামের আজিজুল হকের ছেলে আতিকুল হক ওরফে আতিফ, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণকুন্দি গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে লাকী আক্তার।

ভুক্তভোগীদের অভিযোগে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রায় তিন শতাধিক লোকের কাছ থেকে ৫/৭ লাখ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিলেও তারা কাউকে বিদেশে পাঠান নি।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজা আজকের পত্রিকাকে বলেন, আমাকে ফিজিতে পাঠানোর কথা বলে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে তারা। কিন্তু বিদেশেও পাঠায় না, টাকাও ফেরত দেয় না।

তিনি বলেন, ভুক্তভোগীদের মধ্যে আমরা ৩০ জন থানায় এসেছি। এর মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা দিচ্ছি।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১