হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ১, আহত ৪ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ধাক্কা সিএনজি উল্টে জয়নাল আবেদীন জিতু (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহতরা হলেন, সিএনজি চালক মহির উদ্দিন (৩৬), ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির লাইনম্যান কবির আহমেদ আকন্দ (৫৮) পিয়ন মালতি রায় চৌধুরী (৫০)। মৃত জয়নালের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫)। 

জিতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান। তিনি বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

আহত সিএনজি চালক মহির উদ্দিন জানান, তাঁদের চারজনকে খিলগাঁও তালতলা থেকে সিএনজি অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন জুরাইনে। পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে মৌমিতা পরিবহন একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে তারা আহত হন। 

ঢাকা মেডিকেলে তাদের সঙ্গে থাকা ডিপিডিসির লাইনম্যান আব্দুল আলিম জানান, খিলগাঁও তালতলা এলাকায় আজ তাদের অফিস সিবিএর নির্বাচন হচ্ছিল। সেখানে থেকে সিএনজিযোগে বাসায় ফেরার পথে তারা ৪ জন এই দুর্ঘটনার শিকার হন। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভার ব্রিজের ওপরে মৌমিতা পরিবহনের একটি বাস ধাক্কায় সিএনজিতে থাকা চারজন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মৌমিতা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট