হোম > সারা দেশ > ঢাকা

তেঁতুলতলা মাঠ রক্ষার বিষয়ে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ না করে শিশুদের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্থপতি ইকবাল হাবীব এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান।

আজ বুধবার মাঠ রক্ষা আন্দোলনের প্রতিনিধি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তেঁতুলতলা মাঠে এসে গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন তারা।

ইকবাল হাবীব জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী খুবই আন্তরিকভাবে মাঠটি রক্ষা করার জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি মাঠ রক্ষা প্রসঙ্গে আমাদের প্রস্তাব নিয়ে যথাযথ কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। 

এ ছাড়া নির্মাণকাজ বন্ধ করার বিষয়ে ইকবাল হাবীব বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে নির্মাণকাজ বন্ধ করা এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত শিশুরা যেন মাঠে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করবেন।’

রেজওয়ানা হাসান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শিশুদের খেলার মাঠ দখলের বিষয়ে আমি নিজেও উদ্বিগ্ন। এ ছাড়া প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রী থানা নির্মাণের জন্য বিকল্প জায়গা প্রস্তাব করারও অনুরোধ করেছেন বলে জানান তিনি।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ