হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা ও বেতাগী প্রতিনিধি

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বরগুনার বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদী ও বরগুনা সদর থানার উপপুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দার, পূর্ব সড়িষামুড়ি গ্রামের খোকন জোমাদ্দার, একই গ্রামের মো. হুমায়ুন কবির, মো. বশির খান ও উত্তর ভোড়া গ্রামের কবির হোসেন খান। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দার ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ শরিফের মধ্যে ইউপি নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে একাধিক সংঘর্ষ হয়েছে। পাঁচ বছর ধরে চলমাস সহিংসতায় একজনের নিহত ও উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হত্যাসহ একাধিক মামলা চলছে। 

এর ধারাবাহিকতায় ইউসুফ শরিফ তাঁর ছেলে ও কর্মীদের নিয়ে গতকাল বুধবার সকালে একটি মামলায় বরগুনার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বরগুনা সদর উপজেলার গৌরিচ্চন্না এলাকায় পৌঁছালে শিপন জোমাদ্দারের সমর্থকদের বাধার মুখে পড়ে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে বরগুনা সদর থানার উপপুলিশ পরিদর্শক মো হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে আসে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি টিয়ার শেল ও শটগান দিয়ে ছয়টি ফাঁকা গুলি চালালে উভয়পক্ষ পালিয়ে যায়। 

পরে পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ছোট ভাই মো. টিটু জোমাদ্দারকে প্রধান আসামি করে ৪১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। শিপন জোমাদ্দার ওই মামলার ২ নম্বর আসামি।

মামলার বাদী ও বরগুনা সদর থানার উপপুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় ইমাম হোসেন শিপন সমর্থকেরা তাঁর ভাই টিটুর নেতৃত্বে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল মামলা করেছেন। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন