হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ঝোপ থেকে মরদেহ উদ্ধার 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা-ঝিলপাড় এলাকার ঝোপঝাড় থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও আফতাবনগর তালতলা দাসেরকান্দি ঝিলপাড়ের ঝোপঝাড় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে দুপুরে দাসেরকান্দি এলাকার ঝোপঝাড়ের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ওই ব্যক্তির সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝোপঝাড়ের মধ্যে ফেলে রেখে গেছে। তবে প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইমসিনের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেন। ওই ব্যক্তির নাম নুর ইসলাম (৫০) ঢাকা জেলার কেরানীগঞ্জ আটি রায়েরচড় গ্রামের আব্দুল করিমের ছেলে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন