হোম > সারা দেশ > ঢাকা

গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বসেছে গণতন্ত্রী পার্টি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই সংলাপ শুরু হয়।

গণতন্ত্রী পার্টির সভাপতি ড. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নিয়েছে। এ সময় দলটির সভাপতি নির্বাচনে ইভিএম ব্যবহারে সঠিক প্রক্রিয়া মানা, সব দলের অংশগ্রহণ, কালোটাকার প্রভাব বন্ধসহ সাত দফা প্রস্তাব দিয়েছেন।

সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া ইসি সচিব, অতিরিক্ত সচিব এবং অন্য কমিশনাররা এতে উপস্থিত রয়েছেন। 
 
আজ বুধবার বৃহত্তর রাজনৈতিক গোষ্ঠী বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তা প্রত্যাখ্যান করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি যোগ দেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু