হোম > সারা দেশ > ফরিদপুর

আজ থেকে ফরিদপুরে ট্রেন চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল রোববার সকালে প্রজ্ঞাপন জারি করে ফরিদপুর জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করে ফরিদপুর জেলা প্রশাসন। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ সোমবার ভোর ৬টা থেকে আগামী ২৭ জুন মধ্য রাত পর্যন্ত ফরিদপুর, ভাঙা ও বোয়ালমারী পৌরসভা এলাকায় লকডাউন কার্যকর থাকবে। এদিকে লকডাউনের কারণে ফরিদপুরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

ফরিদপুরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান। 

মোহাম্মদ সফিকুর রহমান বলেন, 'করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ফরিদপুর জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে রাজশাহী-ঈশ্বরদী-রাজবাড়ী-ভাঙা রুটের ৭৫৬ / ৭৫৫ নং আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন আজ সোমবার হতে চলাচল বন্ধ থাকবে।' 

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। 

উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়। এরপর দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। এরপর পর্যায়ক্রমে গতকাল রোববার আরও চার জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়।   

 

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা