হোম > সারা দেশ > শরীয়তপুর

কবর খুঁড়ে কঙ্কাল চুরির মামলায় আসামি গ্রেপ্তার 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টার ঘটনায় মামলার আসামি জাহিদ আব্বাস দিপু সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টায় শরীয়তপুরের আন নুর হোটেলে শরীয়তপুর মডেল ও ডামুড্যা থানা-পুলিশের যৌথ অভিযান তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা রাশেদ মৃধা বলেন, ‘ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যেতে আমাদের চোখে পড়ে কবর খোঁড়ার দৃশ্য। আমি প্রথমে ভয় পেয়ে যাই। আস্তে আস্তে লোকজন জড়ো হলে কাছে গিয়ে দেখি কবরটি বেশি অংশই খোঁড়া। তার পাশেই একটি কোদাল এবং গ্যাস লাইটার এবং কিছু দূর গন্ধ যুক্ত কাপড়।’ 

মামলার বাদী উজ্জ্বল সিকদার জানান, এক মাস পূর্বে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী রাহিমা আক্তার (৪৩) ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামি দিপু সিকদার শরীয়তপুর শহরেই অবস্থান করছে। তারপর শরীয়তপুরের পালং মডেল থানার সহযোগিতা আল নুর আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে ডামুড্যা থানায় নিয়ে আসি। 

এ বিষয়ে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জানান, ‘কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টায় ভুক্তভোগী উজ্জ্বল সিকদারের মামলার ভিত্তিতে জাহিদ আব্বাস দিপু সিকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, গত বুধবার রাতে অভিযুক্ত কোদাল দিয়ে মাটি সরিয়ে কবরে থাকা লাশের কঙ্কাল চুরির চেষ্টা করে। ঠিক ওই সময় মামলার বাদী উজ্জ্বল সিকদার ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা করেন। অভিযুক্ত আসামি দিপু সিকদার উজ্জ্বল সিকদারকে দেখে দৌড়ে পালিয়ে যান। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার