হোম > সারা দেশ > ঢাকা

তিশা-মুশতাকের বই দেখতে নিয়ে ছিঁড়ে ফেলার আতঙ্কে প্রকাশক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের বইমেলায় এসেছে আলোচিত দম্পতি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশার দুটি বই। একটি ‘তিশা অ্যান্ড মুশতাক’ আরেকটি ‘তিশার ভালোবাসা’।

অসম প্রেম, বিয়ে ও সোশ্যাল মিডিয়ায় নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকা এই দম্পতিকে গতকাল শনিবার বইমেলা থেকে ধাওয়া দিয়ে বের করে দেন একদল তরুণ। এটা নিয়ে শুরু হয় আবার নতুন আলোচনা। আলোচনার মধ্যেই এবার কিছুটা সতর্ক হয়েছে বই দুটির প্রকাশনা প্রতিষ্ঠান মিজান পাবলিশার্স। মিজান পাবলিশার্সের বিক্রয়কর্মীরা মেলায় আগত দর্শনার্থীদের বই দুটি হাতে নিয়ে দেখার সুযোগ দিচ্ছে না। শুধু যারা বইয়ের নির্ধারিত মূল্য পরিশোধ করছেন তাঁদেরই দেওয়া হচ্ছে। 

সরেজমিন দেখা যায়, আজ শনিবার বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বইটি কিনতে চাইলে প্রথমেই তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়। বই না কিনলে শুধু দেখার জন্য দেওয়া হবে না বলেও জানান পাবলিশার্সের কর্মীরা। 

এর কারণ জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মী বলেন, ‘গতকালের ঘটনার পর অনেকেই বই ছেঁড়ার মতো কথা বলেছেন। এই আতঙ্ক থেকেই বইটি শুধু যাঁরা কিনবেন তাঁদেরই দেওয়া হবে।’ 

ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বইটি কেনার পরে আশপাশে থাকা দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা যায়। তাঁরা বইটি দেখতে চান। মিজান পাবলিশার্সের আশপাশে বইটি নিয়ে আলোচনা চলছিল বেশ।

এ সময় উচ্চমাধ্যমিকে পড়ুয়া এক ছাত্রী বইটির ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করে। সঙ্গে থাকা ভাইকে বইটি কিনে দেওয়ার জন্য অনুরোধ করে। 

আরেক শিক্ষার্থী বলেন, এভাবে তাঁদের বই আলোচনায় আনা ঠিক হচ্ছে না।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব