হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ১ দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

নিখোঁজের একদিন পর পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুর থেকে শাহিদা বেগম নামে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সদর উপজেলার বামনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তিনি উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ওই গ্রামের হারুনের মেয়ে এবং হাজিসফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন শাহিদা বেগম (১৯)। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 

এর একদিন পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানা–পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদিপ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীর বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছে আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’