হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ১ দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

নিখোঁজের একদিন পর পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুর থেকে শাহিদা বেগম নামে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সদর উপজেলার বামনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তিনি উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ওই গ্রামের হারুনের মেয়ে এবং হাজিসফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন শাহিদা বেগম (১৯)। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 

এর একদিন পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানা–পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদিপ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীর বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি