হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ১ দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

নিখোঁজের একদিন পর পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুর থেকে শাহিদা বেগম নামে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সদর উপজেলার বামনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তিনি উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ওই গ্রামের হারুনের মেয়ে এবং হাজিসফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন শাহিদা বেগম (১৯)। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 

এর একদিন পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানা–পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদিপ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীর বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন