হোম > সারা দেশ > রাজবাড়ী

নিখোঁজের দুই দিন পর পদ্মার চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর পদ্মার চর থেকে আফজাল খাঁ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আফজাল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কায়ম খানের ছেলে। 

আফজালের বাবা কায়ম খাঁ জানান, ‘দুই দিন আগে আমার ছেলে আফজাল নিখোঁজ হয়েছে। সে কিছুটা মানসিক প্রতিবন্দী ছিল। স্বজনদের বাড়িতে খুঁজে  না পেয়ে মাইকিং করি। একপর্যায়ে হাবাসপুরে গেলে স্থানীয়রা জানায়, পদ্মার চরে একটি ছেলেকে যেতে দেখা গেছে। এরপর ওই চরে গিয়ে আফজালের মরদেহ পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’ 

রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটানায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯