হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার যুবকের নাম দ্রুব দাস (২৫)। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্রুব দাস নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা এসব ইয়াবার মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা। 

তিনি বলেন, পার্কিং এলাকায় দ্রুবকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, প্রথমে ইয়াবার কথা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে তাঁর কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ