হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার যুবকের নাম দ্রুব দাস (২৫)। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্রুব দাস নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা এসব ইয়াবার মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা। 

তিনি বলেন, পার্কিং এলাকায় দ্রুবকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, প্রথমে ইয়াবার কথা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে তাঁর কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু