গাজীপুরের কালীগঞ্জে একটি চক্রের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে ‘ভুয়া প্রকল্পে শিক্ষা বৃত্তি ও চাকরির প্রলোভন’ দিয়ে শত শত নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনায় খন্দকার সালমা শওমী (৩৫), তাঁর বোন শাহানাজ খন্দকার শাহীনকর (৪০), তাঁদের দুই সহযোগী তিলক দেওয়ান (৩৫) ও বিনা দেওয়ানকে (৫৫) আসামি করে থানায় মামলা হয়েছে।
এই মামলায় বিনা দেওয়ানকে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান।
এ ছাড়াও চক্রটি বিভিন্ন স্কুলে শিক্ষা বৃত্তির নামে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ফরম ও নিবন্ধন বাবদ ৪০০ টাকা করে নিয়েছে, কিন্ত বৃত্তি দেয়নি। অন্যদিকে শাহীন টিউটোরিয়াল প্রকল্পের নামে ‘হস্তশিল্পে কাজ দেওয়ার’ কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা। ভুক্তভোগীরা তাঁদের পাওনা টাকা চাইতে গেলে শওমীর স্বামী ও তাঁর শ্বাশুরি প্রাণনাশসহ নানান হুমকি দিতেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম মিয়া বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।