হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইনস্টিটিউটের ১৬ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের দিকে তাঁর মরদেহ হাসপাতাল চত্বরে পরে থাকতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি নিজেই বিছানা থেকে উঠে ১৬ তলার ছাদে গিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

ওই ব্যক্তির নাম—পলাশ বিশ্বাস (৩২)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামের জয়ন্ত কুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন এবং সেখানে একটি ওয়াশিং প্ল্যান্টে কাজ করতেন।

সিসিটিভি ফুটেজের বর্ণনা দিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান আজকের বলেন, ‘ওই রোগী গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ তাঁকে ছয়তলায় এইচডিইউতে দেওয়া হয়। বুধবার ভোরে সে একাই দরজা দিয়ে বের হয় এবং তিনতলার দিকে যায়। এরপর জরুরি ভিত্তিতে বাহির (ইমারজেন্সি এক্সিট) হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে পরে এবং ঘটনাস্থলে মারা যান।’

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি টঙ্গী এলাকায় একটি ওয়াশিং প্ল্যান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তাঁর শ্বাসনালি দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হন। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময় আবোল-তাবোল বলতে থাকেন। আজকে (বুধবার) তাঁর মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।’

হাসপাতালে নিহত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, গত ৬ মার্চ ওয়াশিং প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর ভাইয়ের শ্বাসনালি পুড়ে যায়। এরপর তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পলাশ ছয় তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন।

অলোক আরও বলেন, ‘গত রাত আড়াইটার সময় তাঁকে (পলাশ বিশ্বাস) বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায়-ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমার ভাই চানখাঁরপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পরে আছে। পরে সেখানে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।’

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন