হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ২ লাখ ২৫ হাজার টাকা 

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী) 

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং ওই কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়। উত্তোলিত অবৈধ বালুসহ দুটি ট্রাক ও একটি ট্রলিসহ তিনজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৮টায় তিনজনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। 

ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, একটি চক্র দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার উপপরিদর্শক শামীনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন