হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ২ লাখ ২৫ হাজার টাকা 

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী) 

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং ওই কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়। উত্তোলিত অবৈধ বালুসহ দুটি ট্রাক ও একটি ট্রলিসহ তিনজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৮টায় তিনজনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। 

ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, একটি চক্র দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার উপপরিদর্শক শামীনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার