হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এয়ারলাইনস কোম্পানি কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ তুলেছেন সোহেল রানা নামে এক যাত্রী। আজ শনিবার ভুক্তভোগী ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে ধরেন। 

ভুক্তভোগী সোহেল রানা জানিয়েছেন, তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হর্টিকালচার মেলায় আমন্ত্রিত ছিলেন। নেদারল্যান্ডসে যাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে জিও এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলওআই দেওয়া হয়েছে তাঁকে। নিজে ভিসার জন্য আবেদন করে শেনজেন ভিসা পান। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা থেকে কাতার এয়ারওয়েজে নেদারল্যান্ডসে যাওয়ার কথা ছিল। সব নিয়ম মেনে ইমিগ্রেশন সম্পন্ন করে ফ্লাইটে উঠতে গেলে তাঁর পাসপোর্ট দেখে ভিসা জালিয়াতির অভিযোগ করে কাতার এয়ারওয়েজ। এ সময় শত শত যাত্রীর সামনে তাঁর সঙ্গে খারাপ আচরণও করা হয়। পরে ইমিগ্রেশন কর্মকর্তা এসে ভিসা ঠিক আছে বলে জানালেও তাঁকে আর উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাতার এয়ারের কর্মকর্তারা আপত্তিকর ও অন্যায় অভিযোগ তুলে আমাকে বিমানে উঠতে দেননি। অথচ বোর্ডিং কার্ড এবং ইমিগ্রেশন ছাড়পত্র শেষে একজন আন্তর্জাতিক যাত্রীর সঙ্গে এ ধরনের ঘৃণ্য আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ 

এ বিষয়ে জানতে কাতার এয়ারওয়েজের ঢাকা অফিসের নম্বরে (০৯৬১০৮০০৮০০) ফোন দিলে শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকার কথা জানানো হয়। ফলে সোহেল রানার অভিযোগের বিষয়ে কাতার এয়ারওয়েজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন