হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এয়ারলাইনস কোম্পানি কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ তুলেছেন সোহেল রানা নামে এক যাত্রী। আজ শনিবার ভুক্তভোগী ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে ধরেন। 

ভুক্তভোগী সোহেল রানা জানিয়েছেন, তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হর্টিকালচার মেলায় আমন্ত্রিত ছিলেন। নেদারল্যান্ডসে যাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে জিও এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলওআই দেওয়া হয়েছে তাঁকে। নিজে ভিসার জন্য আবেদন করে শেনজেন ভিসা পান। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা থেকে কাতার এয়ারওয়েজে নেদারল্যান্ডসে যাওয়ার কথা ছিল। সব নিয়ম মেনে ইমিগ্রেশন সম্পন্ন করে ফ্লাইটে উঠতে গেলে তাঁর পাসপোর্ট দেখে ভিসা জালিয়াতির অভিযোগ করে কাতার এয়ারওয়েজ। এ সময় শত শত যাত্রীর সামনে তাঁর সঙ্গে খারাপ আচরণও করা হয়। পরে ইমিগ্রেশন কর্মকর্তা এসে ভিসা ঠিক আছে বলে জানালেও তাঁকে আর উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাতার এয়ারের কর্মকর্তারা আপত্তিকর ও অন্যায় অভিযোগ তুলে আমাকে বিমানে উঠতে দেননি। অথচ বোর্ডিং কার্ড এবং ইমিগ্রেশন ছাড়পত্র শেষে একজন আন্তর্জাতিক যাত্রীর সঙ্গে এ ধরনের ঘৃণ্য আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ 

এ বিষয়ে জানতে কাতার এয়ারওয়েজের ঢাকা অফিসের নম্বরে (০৯৬১০৮০০৮০০) ফোন দিলে শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকার কথা জানানো হয়। ফলে সোহেল রানার অভিযোগের বিষয়ে কাতার এয়ারওয়েজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট