হোম > সারা দেশ > ঢাকা

মোবাইলে ব্যস্ত, ট্রেনের ধাক্কায় পোস্ট অফিসের কর্মী নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানী কবরস্থানের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজশাহী পোস্ট অফিসে চাকরি করতেন।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় পাওয়া গেছে। রফিকুলের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। 

রাজশাহীতে সরকারি পোস্ট অফিসে চাকরি করতেন এবং সেখানে থাকতেন। স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রফিকুল ইসলাম অফিসের কাজের জন্য দুই দিন আগে ঢাকায় আসেন। 

এসআই আরও জানান, ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিকেলে বনানী কবরস্থানের পাশের রেললাইনে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা তারাকান্দাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে