হোম > সারা দেশ > ঢাকা

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের 

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার কয়েকটি কলেজের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

কলেজগুলোর মধ্যে রয়েছে রাজধানীর নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। 

বিবৃতিগুলোয় জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

এসব বিবৃতিগুলে শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন। নটরডেম কলেজের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।’ 

যদিও শিক্ষকদের থেকে কোনো মতামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান এ শিক্ষার্থী। একই ধরণের কথা বলেন ঢাকা কলেজ, সিটি কলেজের একাধিক শিক্ষার্থী। ভিকারুননিসা কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। এভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন