হোম > সারা দেশ > ঢাকা

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের 

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার কয়েকটি কলেজের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

কলেজগুলোর মধ্যে রয়েছে রাজধানীর নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। 

বিবৃতিগুলোয় জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

এসব বিবৃতিগুলে শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন। নটরডেম কলেজের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।’ 

যদিও শিক্ষকদের থেকে কোনো মতামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান এ শিক্ষার্থী। একই ধরণের কথা বলেন ঢাকা কলেজ, সিটি কলেজের একাধিক শিক্ষার্থী। ভিকারুননিসা কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। এভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন