হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে যায়। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) এবং একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত আলী শেখ (৬২)। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খায়রুল আনাম বলেন, একটি ইজিবাইক যাত্রী নিয়ে মুকসুদপর উপজেলার গেড়াখোলা থেকে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি মহাসড়কের দাসের হাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম নামের এক বৃদ্ধা নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মো. হায়াত আলী নামের আরও এক বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা খুলনা-মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। 

এ দুর্ঘটনায় আহতরা হলেন—ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা